NoteShare

Eid_Ul_Azha_barta_1445


مؤسسة الشهداء
আশ শুহাদা মিডিয়া
Ash Shuhada Media

 

تـُــقدم
পরিবেশিত
Presents

 

الترجمة البنغالية
বাংলা অনুবাদ
Bengali Translation

 

بعنوان:
শিরোনাম:
Titled:


بيان أمیرالمؤمنین الشیخ المولوي هِبة الله آخندزاده _حفظه الله
ورعاه بمناسبة حلول عيد  الأضحى السعيد لعام ۱۴۴٥هـ

 

১৪৪৫ হিজরির ঈদ-উল-আযহা উপলক্ষে
আমিরুল মু’মিনিন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দযাদাহ হাফিযাহুল্লাহ’র
“ঈদ-উল-আযহার শুভেচ্ছা বার্তা”

 

Message of Felicitation of the Esteemed
Amir-ul-Mumineen Sheikh-ul-Hadith Mawlawi Hibatullah Akhundzada (may Allah protect him)
on the occasion of Eid-ul-Azha


zoerRHl.jpeg

 

 

 

১৪৪৫ হিজরীর ঈদুল আযহা উপলক্ষে

 

আমীরুল মুমিনীন শায়খুল কুরআন ও হাদীস মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদাহ হাফিযাহুল্লাহ’র

 

‘ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা’

 

 

 

بسم الله الرحمن الرحیم

الله أکبر الله أکبر، لا إله إلا الله والله أکبر، الله أکبر ولله الحمد

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلوات الله تعالی و سلامه علیه و علی آله و أصحابه أجمعین

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য! আমরা তার প্রশংসা করছি তাঁর কাছে সাহায্য কামনা করছি, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমাদের নিজেদের অনিষ্ট এবং আমাদের অসৎকর্ম থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি!

আল্লাহর প্রশংসা ও দরূদের পর..

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন:

قُلۡ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحۡيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِين

অর্থ: "বলুন, নিঃসন্দেহে আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।" [সূরা আনআম ০৬:১৬২]

وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

 

অর্থ: "আর তোমরা হজ ও উমরা পূর্ণ কর আল্লাহ্‌র উদ্দেশ্যে। অতঃপর যদি তোমরা বাঁধা প্রাপ্ত হও তাহলে সহজলভ্য হাদঈ তথা কুরবানী প্রদান করো। আর তোমরা মাথা মুণ্ডন করো না, যে পর্যন্ত হাদঈ তথা কুরবানীর পশু তার স্থানে না পৌঁছে। অতঃপর তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা মাথায় কষ্টদায়ক কিছু হয় তবে সিয়াম কিংবা সাদাকা অথবা পশু জবাই দ্বারা তার ফিদ্‌ইয়া দিবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে কেউ উমরাকে হজের সঙ্গে মিলিয়ে লাভবান হতে চায় সে সহজলভ্য হাদঈ জবাই করবে। কিন্তু যদি কেউ তা না পায়, তবে তাকে হজের সময় তিন দিন এবং ঘরে ফিরার পর সাত দিন এ পূর্ণ দশ দিন সিয়াম পালন করতে হবে। এটা তাদের জন্য, যাদের পরিজনবর্গ মসজিদুল হারামের বাসিন্দা নয়। আর তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং জেনে রাখ যে, নিশ্চয় আল্লাহ্‌ শাস্তি দানে কঠোর।" [সূরা বাকারা ০২:১৯৬]

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضی الله تعالی عنه قَالَ : ضَحَّى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِهِ وسَمّى وَكَبّرُ قال: رَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا وَيَقُولُ بسم الله والله اکبر، متفق عليه

অর্থ: হযরত আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শিং ওয়ালা (যার শিং লম্বা / যার শিং ভাঙ্গা নয়) সাদা-কালো ধূসর রংয়ের দুটি দুম্বা স্বহস্তে জবাই করেন। (জবাই করার সময়) তিনি ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লা-হু আকবার’ বলেন এবং (জবাইকালে) তাঁর একখানা পা দুম্বা দুটির ঘাড়ের পাশে রাখেন। —মুত্তাফাক আলাইহি/বুখারী ও মুসলিম

সার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট সাদাকালো ধূসর বর্ণের দুটি দুম্বা নিজ হাতে জবাই করেছেন। জবাই কালে তিনি বিসমিল্লাহ পড়েছেন, তাকবীর বলেছেন এবং নিজের পা মোবারক ওই পশুর উপর রেখেছেন।

 عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ مَا عَمِلَ آدَمِىٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ إِنَّهَا لَتَأْتِى يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلاَفِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا

অর্থ: হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "কুরবানীর দিন রক্ত প্রবাহিত করা (কুরবানী করা) অপেক্ষা কোনো মানুষের কোনো আমল আল্লাহর অধিক প্রিয় নয়। কুরবানীর ওই পশু কিয়ামতের দিন নিজের শিং পশম এবং খুর নিয়ে পুনরুত্থিত হবে। কুরবানীর পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে তা কবুল হয়ে যায়। এ কারণে তোমরা কুরবানী করে নিজেদেরকে আনন্দিত করো।" [মেশকাত: খণ্ড: ০১, পৃষ্ঠা নং ১২৮]

আফগানিস্তানের ঈমানদার মুজাহিদ জনসাধারণ এবং গোটা পৃথিবীর মুসলিমদের উদ্দেশ্যে...

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সর্বপ্রথম আপনাদের সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলা আপনাদের কুরবানী, দান, সাদাকা, হজ এবং সমস্ত সৎকর্ম কবুল করে নিন!

ইবাদত ও কুরবানীর এই দিন এমন এক সময়ে আমাদের সামনে এসেছে, যখন আমরা শরীয়তের শাসন ব্যবস্থা এবং পুরোপুরি নিরাপত্তার দ্বারা বেষ্টিত। এজন্য আমাদের সকলেরই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, যেন ঐশী নেয়ামত সমূহের অধিক হকদার ও যোগ্য আমরা হতে পারি। আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা।

ইসলামী আমিরাতের সাহায্যে গোটা আফগানিস্তানে শরীয়তের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। পবিত্র ইসলামী শরীয়ত বাস্তবায়িত হয়েছে। দীন ইসলামের আচার সংস্কৃতি প্রসারিত হয়েছে। দীনি মারকাজগুলোর প্রসার ঘটেছে। টেকসই উন্নয়ন অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের ঈমানদার জনসাধারণ সুদীর্ঘ মুজাহাদার পথ পাড়ি দিয়েছেন। তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের দেশে ইসলামী ভ্রাতৃত্ব এবং ঐক্য বিদ্যমান রয়েছে। আমাদের জনসম্পদ যেমন খনিজ, জমি, বন ও অন্যান্য সম্পদ বায়তুল-মালের মতো সুরক্ষিত রয়েছে। ইসলামী আমিরাতের সার্বভৌমত্বের পর সকল নাগরিকের শরীয়ত প্রদত্ত অধিকার সুরক্ষিত হয়েছে। কেউ কারো উপর অত্যাচার এবং কারো ব্যাপারে সীমালঙ্ঘন করতে পারবে না। নিপীড়নের পথ রুদ্ধ এবং নির্যাতিতদের অধিকার সংরক্ষণে সকলেই সোচ্চার।

 

শরঈ আদালতের কার্যক্রমের মাধ্যমে শরঈ আইন কার্যকর করা হয়েছে। একইভাবে আমর বিল মারূফ ও নাহী আনিল-মুনকার তথা সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধের মহান দায়িত্ব পালন করা হচ্ছে। এ ব্যাপারে শরঈ নীতি অনুযায়ী সমাজ সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহান আল্লাহ তাআলার সাহায্য ও রহমতে ইসলামী আমিরাতের প্রজ্ঞাগর্ভ উদ্যোগসমূহ, আন্তরিকতা ও স্বচ্ছতাপূর্ণ পুনর্গঠন কার্যক্রম, কৃষি, সেচ, রাস্তা নির্মাণ, খনিজ উত্তোলন ও অন্যান্য খাতের গুরুত্বপূর্ণ কীর্তিগুলো সকলেরই সামনে রয়েছে। এই সেক্টরে আরো অনেক কাজ করা হচ্ছে।

ইসলামী আমিরাত আবারও সকল বিনিয়োগকারী ও ব্যবসায়ীকে আহ্বান জানাচ্ছে, ইসলামী আমিরাতের আর্থ-সামাজিক সকল সেক্টরে আরো অধিক উন্নতি, অগ্রগতি নিশ্চিতকরণের লক্ষ্যে, জনসাধারণের আর্থিক সমস্যার সমাধানের জন্য তারা যেন বিভিন্ন খাতে বিনিয়োগ করেন এবং আফগানিস্তানের উন্নতি অগ্রগতির জন্য নিজেদের দায়িত্ব পালন করেন। ইয়াতীম, বিধবা, প্রতিবন্ধী এবং দরিদ্রদের অধিকার রক্ষা এবং যথাযথভাবে সেগুলো বুঝিয়ে দেবার জন্য ইমারতে ইসলামিয়ার দৃঢ় অঙ্গীকার রয়েছে। একইভাবে, আমি সচ্ছল আফগানদের আমন্ত্রণ জানাচ্ছি, অসহায় মানুষ এবং ইয়াতীমদেরকে তারা যেন ভুলে না যান। তাদের লালন-পালন ও সহযোগিতার প্রতি তারা যেন গভীর মনোযোগ প্রদান করেন।

ভিক্ষুকদেরকে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উপযুক্ত প্রমাণিত হবার পর হাজার হাজার ভিক্ষুককে ইসলামী আমিরাত বৃত্তি প্রদান করে যাচ্ছে।

ইসলামী আমিরাত গোটা বিশ্বের সঙ্গে— বিশেষ করে ইসলামী দেশগুলোর সঙ্গে শরীয়তের নির্দেশনার আলোকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক তৈরিতে আগ্রহী এবং এর জন্য তারা নিজেদের সকল দায়িত্ব পালনে প্রস্তুত।

ইসলামী আমিরাতের দায়িত্বশীলদের প্রতি আমার নসীহত হলো, জনসাধারণের সেবা, নিরাপত্তা ও স্থিতির লক্ষ্যে তারা যেন পূর্ণ উদ্যমে নিজেদের দায়িত্ব পালন করেন, তারা যেন জনসাধারণের জন্য নিজেদের দরজা খোলা রাখেন, সর্বোত্তম পন্থায় দায়িত্ব পালন করেন। জনসাধারণের সঙ্গে তারা এমন আচরণ করবেন না, যার কারণে তাদেরকে জনসাধারণের কাছে পর বলে মনে হবে।

সিকিউরিটি এজেন্সির দায়িত্বশীলদের প্রতি আমার নির্দেশনা হলো, ঈদের দিনগুলোতে বিশেষভাবে জনসাধারণের নিরাপত্তা সেবা ও স্থিতির প্রতি পুরোপুরি মনোযোগ দেবেন। জন মানুষের আরাম ও শান্তির জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করবেন। শহীদদের পরিবার, প্রতিবন্ধী এবং ইয়াতীমদের খোঁজখবর নেবেন; নিজেদের সাধ্যমত তাদের জন্য সাহায্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াবেন।

সম্মানিত ভাইয়েরা!

আমাদের এবং আপনাদের যৌথ দায়িত্ব হলো, প্রতিষ্ঠিত এই শরঈ শাসন ব্যবস্থার হেফাযত ও খেদমত আমরা নিশ্চিত করব। অনেক শহীদের রক্তের বিনিময়ে এবং অনেক মুজাহিদ ও নিষ্ঠাবান ব্যক্তির মুজাহাদা ও সংগ্রামের বদৌলতে এ শাসন ব্যবস্থা আমরা লাভ করেছি। আসুন এই ব্যবস্থার হেফাযতের জন্য আমরা সকলে মিলে নিষ্ঠার সঙ্গে কাজ করি। ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাই। শত্রুদের সকল ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দিই। বিদ্যমান শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, স্বচ্ছতা এবং শরঈ শাসন ব্যবস্থার মূল্যায়ন করি। আসুন এই শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আমরা সকলে মিলে কাজ করি।

আলহামদুলিল্লাহ এই বছর পুনরায় আফগানিস্তান থেকে ৩০ হাজার হাজী পবিত্র হজের ফরযিয়াত পালনের জন্য বাইতুল্লাহ শরীফে তাশরীফ নিয়ে গিয়েছেন। হজ আওকাফ ও ইরশাদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ গুরুত্বের সঙ্গে হাজীদেরকে সেবা দেয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হারামাইন শারীফাইনে উপস্থিত সম্মানিত হাজীগণের প্রতি আমাদের প্রত্যাশা, গোটা মুসলিম উম্মাহ এবং বিশেষভাবে ফিলিস্তিনের মজলুম মুসলিমদের পাশাপাশি আমাদের দুর্দশা পীড়িত জনসাধারণের জন্য আপনারা দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা ইহকালীন ও পরকালীন সৌভাগ্য আমাদেরকে দান করেন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ ও এলাকায় বন্যা, অতিবৃষ্টি এবং অন্যান্য দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে আমরা বেশ চিন্তিত ও উৎকণ্ঠিত।

বিপদগ্রস্ত সকল জনসাধারণের প্রতি অন্তরের গভীর থেকে শোক জ্ঞাপন করছি। দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন, তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের, আহতদের জন্য শেফায়ে কামেলা আজেলা (দ্রুত পরিপূর্ণ সুস্থতা) এবং দুর্যোগ পীড়িত পরিবারগুলোর জন্য উত্তম ধৈর্য কামনা করছি আল্লাহর কাছে।

আলহামদুলিল্লাহ ইসলামী আমিরাতের সংশ্লিষ্ট সকল সংস্থা ও মুজাহিদীন দুর্যোগ পীড়িত জনসাধারণের হেফাযত ও খেদমতের জন্য যথাসাধ্য কাজ করে যাচ্ছেন। তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং এ কাজের জন্য তারা সদা নিয়োজিত রয়েছেন। তার পাশাপাশি ব্যবসায়ী ও বিশিষ্ট সচ্ছল ব্যক্তি এবং সাধারণ আফগান নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্যোগ পীড়িত আফগানদের সঙ্গে আপনারা দুঃখ ভাগাভাগি করে নেবেন; যেকোনো প্রকার আর্থিক ও নৈতিক সহায়তার সুযোগ কখনোই আপনারা হাতছাড়া করবেন না।

ইসলামী আমিরাতের অধীন সংস্থা, মন্ত্রণালয় এবং মুজাহিদীন প্রতিবেশী দেশগুলো থেকে জোরপূর্বক বহিষ্কৃত মুহাজিরদের খেদমত, পুনর্বাসন, ট্রান্সপোর্ট, স্বাস্থ্য এবং অন্যান্য খাতে সহায়তা দিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত এই কাজে তারা নিয়োজিত রয়েছেন। মুহাজিরদেরকে জমি দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা ব্যবসায়ী মহল, সচ্ছল এবং সাধারণ আফগান নাগরিকদেরকে আহ্বান করব, নিজেদের সামর্থ্য অনুযায়ী আপনারা মুহাজির ভাইদের সহায়তায় পাশে দাঁড়াবেন; যেকোনো প্রকার সাহায্য-সহযোগিতার সুযোগ যেন আপনাদের হাতছাড়া না হয়ে যায় সে সেদিকে সচেতন থাকবেন। আর ঈদের দিনগুলোতে ঘরে থাকা পরিবারগুলোর খোঁজখবর নেবেন এবং তাদেরকে ঈদের আনন্দে শরীক করবেন।

সর্বোপরি ফিলিস্তিনের গাজা শহর এবং অন্যান্য এলাকায় মা-বোন, শিশু ও মজলুম মুসলিমদের উপর ইসরাঈলি ইহুদীবাদীদের হামলা ও জুলুম নির্যাতনের প্রতি আরো একবার শক্ত ভাষায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিভিন্ন দেশের কাছে আমরা দাবি জানাচ্ছি, এই বিরাট অন্যায়, অত্যাচার এবং পাশবিক নির্যাতন বন্ধের জন্য সকলেই যেন সঠিক পন্থায় নিজেদের দায়িত্ব পালন করে।

পরিশেষে আরও একবার সকল মুসলিমকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা সর্বদা আমাদেরকে এরকম স্বায়ত্তশাসন ও ইসলামী শাসন ব্যবস্থার ছায়া তলে ঈদ উদযাপন করার তাওফীক দান করুন, আমীন।

 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

 

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধান

আমীরুল মুমিনীন শায়খুল কুরআন ও হাদীস মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদাহ হাফিযাহুল্লাহ

০৭/১১/১৪৪5 হিজরী চন্দ্র-বর্ষ

১৪/০৬/২০২4 খ্রিস্টাব্দ

 

**********

 

روابط بي دي اب
PDF (394 KB)
পিডিএফ ডাউনলোড করুন [৩৯৪ কিলোবাইট]
https://archive.gnews.to/index.php/s/8tY2fHSw4GYYyit 


https://archive.org/download/eid-ul-azha-barta-1445/Eid%20Ul%20Azha%20Barta%201445.pdf


https://secure.ue.internxt.com/d/sh/file/41ace64a-49d0-4f06-9689-6c3fbc38f2f4/b194440abf031f9c7e626e71ecd0ac2d0dba2a220778f478486e5caf881fedba


https://upload58.wordpress.com/wp-content/uploads/2024/06/eid-ul-azha-barta-1445.pdf


https://www.mediafire.com/file/dl3a8g4m69bh3ck/Eid+Ul+Azha+Barta+1445.pdf/file


https://mega.nz/file/0vNwlQpZ#17ueAUTxnKwJHSTxfalCs4flzpdH1AbpBTdTBCFRjiA

 


روابط ورد
Word (525 KB)
ওয়ার্ড [৫২৫ কিলোবাইট]
https://archive.gnews.to/index.php/s/fpw3ebzx9CXyydE


https://archive.org/download/eid-ul-azha-barta-1445/Eid%20Ul%20Azha%20Barta%201445.docx


https://share.ue.internxt.com/d/sh/file/903915d0-b240-4151-8b72-3474783fff86/902880ad2d69e1f80aa0cb3151253e44a73403c255d951ac8ed5de481e4996d0


https://upload58.wordpress.com/wp-content/uploads/2024/06/eid-ul-azha-barta-1445.docx


https://www.mediafire.com/file/4qcity4scamxlq1/Eid+Ul+Azha+Barta+1445.docx/file


https://mega.nz/file/E6UXiJzA#tWVt8UBc_xO7AjUD7wAh_NKse-AHpQ-dwvywzZqFCtI

 


روابط الغلاف- ١
book Banner [1.8 MB]
বুক ব্যানার ডাউনলোড করুন [১.৮ মেগাবাইট]
https://archive.gnews.to/index.php/s/o9n2PfkqHSk2gbY


https://jpcdn.it/img/3b3fe23225b4a8959d7de779c8c7a949.jpg


https://secure.ue.internxt.com/d/sh/file/757384b5-4334-40b9-a975-788401f22300/2d72954a9ab002826b9240e842c3d5e8a939ca18f9a7b032467056393758e65b


https://jpcdn.it/img/5e003e35859ab413e6df83dba7049a8d.jpg


https://www.mediafire.com/file/10d2el4fffmgl6d/Eid+Ul+Azha+Barta+1445+Cover.jpg/file
https://mega.nz/file/130yXSyC#9PkukRkTchgkakCsALxjKFgjcOYFKX0189mYpfyFk_U

 


روابط الغلاف- ٢
Banner [757 KB]
ব্যানার ডাউনলোড করুন [৭৫৭ কিলোবাইট]
https://archive.gnews.to/index.php/s/cyz2tdA6enzr3qx


https://jpcdn.it/img/f1b63416cebff37a941e9ca9b9bb65a9.jpg


https://secure.internxt.com/d/sh/file/5700f903-210c-4afd-9cd0-16f570f58f0d/267b1c74c82739fceed95e2a0f715a0a2155705d6ff3f1be4c070f0997ac1328


https://jpcdn.it/img/7b0b2cd7e174cc13b1888ed5b9aa9434.jpg


https://www.mediafire.com/file/tpsw613hzx8iqq7/Eid+Ul+Azha+Barta+1445+Banner.jpg/file


https://mega.nz/file/djVhVaaQ#u7MVzRN8lvnb9ZKZm5dK95ksk0aGeOdvLZiyLPoPTkg

 


************

مع تحيّات إخوانكم
في مؤسسة الشهداء للإنتاج الإعلامي
আপনাদের দোয়ায়
আশ শুহাদা মিডিয়ার ভাইদের স্মরণ রাখবেন!
In your dua remember your brothers of
Ash Shuhada Media