اداره النصر
আন নাসর মিডিয়া
An Nasr Media
پیش کرتے ہیں
পরিবেশিত
Presents
بنگالی ترجمہ
বাংলা অনুবাদ
Bengali Translation
عنوان:
শিরোনাম:
Titled:
بيان : جہادِ کشمیر کے متعلق القاعدہ برِّ صغیر کا پالیسی موقف
কাশ্মীর জিহাদের ব্যাপারে আলকায়দা উপমহাদেশের পলিসি ও অবস্থান
২৩শে জিলকদ ১৪৪৫ হিজরী / ৩১শে মে ২০২৪ ঈসায়ী
Statement - Policy Stance of AQS on the Kashmir Jihad
বিবৃতিঃ০০_১২২_AQS
তারিখ: ২৩শে জিলকদ ১৪৪৫ হিজরী / ৩১শে মে ২০২৪ ঈসায়ী
কাশ্মীর জিহাদের ব্যাপারে আলকায়দা উপমহাদেশের পলিসি ও অবস্থান
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد
সমস্ত প্রশংসা রাব্বুল আলামীন আল্লাহর জন্য, দরূদ ও সালাম বর্ষিত হোক নবী-রাসূলদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তাঁর পরিবার-পরিজনের ওপর, তাঁর সাহাবীদের ওপর এবং কিয়ামত পর্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁদের অনুসারী সকলের ওপর।
হামদ ও সালাতের পর…
দ্বীনের শত্রুদের বিরুদ্ধে যখনই কোন আন্দোলন বা দল সংগঠিত হয়, তখন শত্রুদের ইন্টেলিজেন্স ও গোয়েন্দা সংস্থাগুলো ওই জিহাদী আন্দোলনের ক্ষতি করার লক্ষ্যে ওই দল বা আন্দোলনেরই নাম ব্যবহার করে থাকে। কখনো শরীয়ত বহির্ভূত কাজের দায় তাদের উপর চাপিয়ে দিয়ে তাদের দুর্নাম করে, আবার কখনো ওই আন্দোলনের সমর্থকদের সামনে নিজেদেরকে ওই আন্দোলনের মুজাহিদ হিসেবে তুলে ধরে তাদেরকে গ্রেফতার করার অথবা শহীদ করার চেষ্টা করে। পাকিস্তানেও এমনটাই হয়েছে। হিন্দুস্তান, কাশ্মীর এবং যেখানেই মুজাহিদিন আল্লাহর শত্রুদের বিরুদ্ধে সক্রিয় রয়েছেন, সেখানেই শত্রুরা উপরোক্ত অপকৌশল অবলম্বন করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে নিজেদের সত্যনির্ভর জিহাদ অব্যাহত রাখার জন্য মুজাহিদিন বাধ্য হয়েছেন শত্রুদের এ সমস্ত কার্যকলাপ সকলের সামনে তুলে ধরার। এমনটা হওয়া তাদের কাছে তেমন কোন বিষয় নয়, বরং এটা সত্য মিথ্যার মধ্যকার লড়াইয়েরই একটি অংশ।
শত্রুপক্ষের এমন ষড়যন্ত্রগুলো নস্যাৎ করে দেয়ার জন্য জরুরী হলো :
আলকায়দা উপমহাদেশ উপরোক্ত তিনটি পয়েন্টকেই সাধ্যমত আমলে নিয়ে কাজ করে আসছে:
১. শরীয়ত বহির্ভূত কার্যকলাপ এবং জিহাদের জন্য ক্ষতিকর যে কোন কাজের ব্যাপারে ওই দল নিজের অবস্থান স্পষ্ট করে তুলে ধরবে। যদি শত্রুপক্ষ জিহাদী আন্দোলনের দুর্নাম করার জন্য এমন কোন কাজ করে থাকে তাহলে ইসলামী আন্দোলন ওই কাজের সঙ্গে সম্পর্কহীনতা ঘোষণা করাকে শরীয়ত নির্দেশিত দায়িত্ব বলে মনে করে। ওই অবস্থায় শরীয়তের নির্দেশনা ও পলিসি অনুযায়ী অবস্থান গ্রহণ করে শত্রুপক্ষের গোয়েন্দাসংস্থার ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে।
২. জামাআতের অফিসিয়াল দাওয়াতি ও মিডিয়া সংস্থাগুলো সুপরিচিত হতে হবে। জামাআত এটি স্পষ্ট করে দিয়েছে যে, তাদের ঘোষিত সংস্থাগুলো ছাড়া আর কোন অফিশিয়াল সংস্থা নেই। তাই দলীয় অবস্থান ও কর্মপন্থা নির্ধারণে শুধুমাত্র উপরোক্ত বিশেষ বিশেষ সংস্থাগুলোকেই বিবেচনায় নিতে হবে। এরপর যদি অন্য কোন সংস্থা জামাআতের অফিসিয়াল সংস্থা হিসেবে নিজেকে দাবি করে তবে তা গ্রহণযোগ্য হবে না[1]।
৩. জামাআতের সাথে নতুন সদস্য যুক্ত করা অথবা জামাআতের পক্ষ থেকে সমর্থক ও মুজাহিদিনকে সমমনা অন্য কোন জিহাদী জামাতের সাথে যুক্ত করার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ওই নীতিমালায় যেখানে স্থানীয় জামাতের প্রতিনিধিদের কাজের উল্লেখ রয়েছে, সেখানেই আবার জামাতের অফিসিয়াল প্রচার মাধ্যমগুলোর ঘোষিত এমন লিংক অ্যাড্রেস দেওয়া রয়েছে, যার সঙ্গে যুক্ত হলে জামাতের অবস্থান ও পলিসি জানা যাবে।
উপরোক্ত নীতিমালা ও কর্মপন্থা জিহাদী অঙ্গনে পূর্ব থেকেই পরিচিত ও চর্চিত হয়ে আসছে। কিন্তু কাশ্মীর জিহাদের প্রশ্নে শত্রুদের সম্ভাব্য চক্রান্তের পরিপ্রেক্ষিতে আরো একবার আমরা একথা ঘোষণা করে দিতে চাচ্ছি, যে সমস্ত সাথী ভাই আলকায়দার সমর্থক, কাশ্মীর জিহাদে আলকায়দার কাতারে দাঁড়িয়ে যারা জিহাদ করতে চান, তাদের উচিত নিজেদের পক্ষ থেকে এমন কোন ব্যক্তি বা গ্রুপের উপর ভরসা না করা, যারা নিজেরাই নিজেদেরকে আলকায়দার সঙ্গে সম্পৃক্ত বা অন্তর্গত বলে দাবি করে। বরং সমর্থকদের উচিত জামাআতের অফিসিয়াল গণমাধ্যমগুলোর মাধ্যমে প্রকৃত অর্থে জামাত সম্পৃক্ত ব্যক্তি বা গ্রুপ সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং কর্ম ক্ষেত্রে জামাতের পলিসি ও নির্দেশনা অনুযায়ী কাজ করা।
প্রথম দিন থেকে আমরা এই কর্মপন্থার দাওয়াত দিয়ে আসছি। আমরা নিজেরাও এই পন্থা অনুসারে কাজ করার চেষ্টা করছি। এই কর্মপন্থার আলোকেই সর্বপ্রকার দলাদলি এবং বিভেদ বিভক্তির বিষয়ে আমরা নিরুৎসাহিত করি। আমরা ‘হয়তো শরীয়ত নয়তো শাহাদাত’ স্লোগান দানকারী মুজাহিদিনকে জোর দিয়ে বলি, কাশ্মীরের অন্যান্য সকল মুজাহিদ ও জনসাধারণকে তারা যেন নিজেদের ভাই মনে করে। কাশ্মীরের জিহাদকে উপরোক্ত শরয়ী নীতিমালার আলোকে পরিচালনা করার জন্য তাদের মাঝে দৃঢ় প্রত্যয়, ঐক্য ও সমন্বিত আন্দোলন তৈরি করে। কুরআনে যেমন সাহাবীদের ব্যাপারে এসেছে, তারা ছিলেন اشداء على الكفار رحماء بينهم অর্থাৎ কাফেরদের ব্যাপারে কঠোর আর নিজেদের মাঝে সহনীয়। মুজাহিদিনও যেন সাহাবীদের মত হয়ে ইসলামের শত্রুদের সকল প্রকার ষড়যন্ত্র নস্যাৎ করে দেন[2]।
পরিশেষে আমরা কাশ্মীরের সকল ঈমানদার ভাইয়ের খেদমতে একটি বিষয় পেশ করে তাদেরকে এ কথা স্মরণ করিয়ে দেয়া জরুরি মনে করছি, জুলুম ও শিরকের এই আধিপত্য আপনাদের দুনিয়া ও আখিরাত উভয়টা ধ্বংস করে দেয়ার উপক্রম। আপনাদের হৃদয় থেকে ঈমান এবং জীবন থেকে ইসলামকে ছিনিয়ে নেয়াই তাদের প্রথম উদ্দেশ্য। এমন পরিস্থিতিতে নিজেদের ঈমান ও ইসলাম প্রতিরক্ষা করা শুধু একভাবেই সম্ভব; আর তা হল: ঈমান ও জিহাদের ভালোবাসা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আপনারা ছড়িয়ে দিবেন। দুনিয়ার কোন শক্তি আপনাদেরকে সাহায্য করুক বা না করুক, ইসলামী ও জিহাদী এই আন্দোলন কখনো যেন স্তিমিত না হয় সেটা আপনারা নিশ্চিত করবেন। ইসলামী আন্দোলনের কাফেলাকে যেকোনো অবস্থায় আপন লক্ষ্যপানে আপনারা পরিচালিত করবেন। এরই ধারাবাহিকতায় একসময় আল্লাহ রাব্বুল ইজ্জত কাশ্মীর ও উপমহাদেশসহ গোটা দুনিয়ার মুসলিমদের স্বাধীনতা এবং ইসলামের বিজয়ের সূর্য উদিত করবেন, যেই উজ্জল সূর্যোদয় সম্পর্কে কোন মুমিনের কোন প্রকার সন্দেহ থাকা উচিত নয়।
আল্লাহর কাছে কামনা করি তিনি ঈমান ও জিহাদের ভালোবাসা আমাদের হৃদয়ে বদ্ধমূল করে দিন! ঈমান ও জিহাদের পথে চলা আমাদের জন্য সহজ করে দিন। গায়েবি সাহায্য ও সহায়তার পথগুলো আমাদের জন্য খুলে দিন! আমিন ইয়া রাব্বাল আলামিন!!
وآخر دعوانا أن الحمد للہ رب العالمین وصلی اللہ تعالیٰ علی نبینا الأمین
অনুবাদ ও প্রকাশনা |
১ প্রেস রিলিজ ১১২ - ‘আল কায়েদা উপমহাদেশ (AQS)’ এর অফিসিয়াল মিডিয়া আউটলেটসমূহ। লিঙ্কঃ https://gazwah.net/?p=41563
২ নাওয়ায়ে গাযওয়াতুল হিন্দ ম্যাগাজিন। ইস্যুঃ অক্টোবর – নভেম্বর – ২০২২ (ভলিউম #১৫, ইস্যু #৬)
***
پی ڈی ایف
PDF (304 KB)
পিডিএফ ডাউনলোড করুন [৩০৪ কিলোবাইট]
https://archive.gnews.to/index.php/s/q7ZwCbZAHXtrsta
https://archive.org/download/kashmir-jihad-policy/Kashmir%20Jihad%20Policy.pdf
https://workdrive.zohopublic.eu/file/c27f2bac0da163fc34e3896ec88f2d2431fcb
https://statement122.wordpress.com/wp-content/uploads/2024/06/kashmir-jihad-policy.pdf
https://www.mediafire.com/file/ithlato8l7tduoo/Kashmir+Jihad+Policy.pdf/file
https://mega.nz/file/Q6sGWa7A#rqq4RgfHdO8CnNKw8pilL9hN4oNvaIpjk1W7HLb3nUs
ورڈ
WORD (181 KB)
ওয়ার্ড ডাউনলোড করুন [১৮১ কিলোবাইট]
https://archive.gnews.to/index.php/s/KFeMb2ZrRyQN4Ms
https://archive.org/download/kashmir-jihad-policy/Kashmir%20Jihad%20Policy.docx
https://workdrive.zohopublic.eu/file/c27f26d22e56cdfba41f3b034c78a2920f3e7
https://statement122.wordpress.com/wp-content/uploads/2024/06/kashmir-jihad-policy.docx
https://www.mediafire.com/file/ithlato8l7tduoo/Kashmir+Jihad+Policy.pdf/file
https://mega.nz/file/FrtFSDKb#zbRF19tmdBT2fBtWbr8dUy6-D6AKfEM6Fhfh69FJtwQ
غلاف
Banner (438 KB]
ব্যানার [৪৩৮ কিলোবাইট]
https://archive.gnews.to/index.php/s/7YTwinN5C327kcR
https://archive.org/download/kashmir-jihad-policy/Kashmir%20Jihad%20Policy.jpg
https://workdrive.zohopublic.eu/file/c27f222f189560961497c9ad206aea1231709
https://statement122.wordpress.com/wp-content/uploads/2024/06/kashmir-jihad-policy.jpg
https://www.mediafire.com/file/cilyfw62wr620pc/Kashmir+Jihad+Policy.jpg/file
https://mega.nz/file/cvF3nJjR#4CeYYg8HDsNyN29jjqTOgeCE_7b2CVh20ah6Bx8nOQA
اپنی دعاؤں میں ہمیں یاد رکھيں
اداره النصر براۓ نشر و اشاعت
القاعدہ برِّ صغیر
আপনাদের দোয়ায়
আন নাসর মিডিয়ার ভাইদের স্মরণ রাখবেন!
আল কায়েদা উপমহাদেশ
In your dua remember your brothers of
An Nasr Media
Al-Qaidah in the Subcontinent